অনেক বছর পর হঠাৎ একদিন
- ইমরান ইভান
আরেহ তুমি ! কেমন আছো, আছো তো ভালো ?
কত বছর পর আবার তোমার সাথে দেখা হলো !
বিস্ময় নয়নে তার দিকে তাকিয়ে দেখি ,
ব্যথায় ছলছল করছে এই দুটি আঁখি।
কত বছর পর আবার তোমার সাথে দেখা হলো !
বিস্ময় নয়নে তার দিকে তাকিয়ে দেখি ,
ব্যথায় ছলছল করছে এই দুটি আঁখি।
কৌতুহলে জিজ্ঞাসি;
সন্তান কজন, কেমন আছো স্বামীর ঘরে ?
সুখে দিন কাটছে খুব মন ভরে ?
অসংখ্য প্রশ্ন অর্থবিহীন জেগে ওঠে মনে ,
অব্যাক্ত কথায় উত্তরবিহীন জমে হৃদয় কোনে।
ভাবিনি কোনদিন;
এতোদিন পর তোমার সাথে আবার দেখা হবে ,
ভুলে গেছি তোমার আমার শেষ দেখাটা কবে ।
এই পথের মোড়ে দুজনে আবার হয়েছি মুখোমুখি ,
চিনতে কষ্ট হচ্ছে তুমি আমার সেই সূর্যমুখী !
সেদিন এসে তুমি বলেছিলে;
বাবা মায়ের পছন্দ , ছেলে বড় ডাক্তার ,
প্রশ্ন জেগেছিল মনে , পছন্দ হয়েছে কী তোমার ?
ক্ষমা করো , শেষ কথা বলে তুমি গেলে চলে ,
কান্নার বৃষ্টি ঝরেছিল সেদিন আমার চোখের জলে ।
তারপর অনেক বছর;
ক্যালেন্ডারের পাতা উল্টে কেটে গেছে কত দিন!
অবাক লাগে কাটছে জীবন, চলছি তুমিহীন।
বুকের ভেতর জ্বলছে দাহ, ভিসুভিয়াস রোজ,
এই জীবনে তুমি ছাড়া করিনি সুখের খোঁজ।
অনেক বছর পর দেখা হলো তোমার সাথে;
আলাপ শেষে দুজনে নিলাম বিদায়,
বললে তুমি মৃদু কণ্ঠে , এখন আমি যাই ।
পথ ধরে তুমি যাচ্ছো হেঁটে , আমি দাঁড়িয়ে একা ,
ভাবছি মনে আর কী কোনদিন চলার পথে হবে দেখা ?
0 মন্তব্যসমূহ