![]() |
কবিঃ মুসাইব হাসান সায়ীদ |
শিখে রাখো
- মুসাইব হাসান সায়ীদ
শুনো কর্পোরেট প্রেমিকারা
পয়সার হিসাব উঠে যাওয়া এই শহরে শিখে রাখো
সিকি গননার ক্যালকুলেটর, মুখস্ত রাখো লবনের দাম।
তুমুল ভাবে শিখে নাও
কতটুকু পায়ে হাঠলে বেচে যায় এককেজি চালের দাম
কতটুকু রাত জাগলে পাওয়া যায় একটা কাজের সন্ধান।
শুনো কমার্শিয়াল প্রেমিকারা ,
মদ ও মাতালের এই শহরে আরো ভালো করে শিখে নাও
একা থাকার সমীকরণ ,নিজ মুখোশ পাহারা দেওয়ার মন্ত্র
তুমুল ভাবে শিখে নাও
মোহ মায়ার আধুনিক সংজ্ঞা ভালোবাসার সমার্থক শব্দ।
কিভাবে দিয়াশলাই বিহীন সিগারেটো আগুন ধরাতে হয়
শুনো ,কর্পোরেট প্রেমিকারা
স্বপ্ন জুয়ার এই নিয়ন আলোর শহরে শিখে রাখো
পায়ের আওয়াজ কণ্ঠস্বর এবং পারফিউমের ওজন
তুমুল ভাবে শিখে নাও।
কতটুকু জলে পিনিক হয় কতটুকু ঔষুধে ঘুম হয়
কিভাবে শব্দ ব্যাবহার করতে হয় বোবা থেকে ।
শুনো বিলবোডের প্রেমিকারা
হুইস্কি রেড ওয়াইন হরেক রকম নেশার মাঝে শিখে রাখো
আকিজ বিরির দাম, দুই পয়সার পান শুপারির টান।
তুমুল ভাবে শিখে নাও।
ফুটপাতে ঘুমায় কতো লোক মুখের লালা গিলে
একটা রুটি কয়জন খেতে পারে দারুণ মিলে মিশে ।
কর্পোরেট পৃথিবী ভেঙে গেলে পালাবার পথ পাবেনা
বাঘের মুখে দাড়িয়ে থাকলেও বাঘ তোমায় খাবে না।
0 মন্তব্যসমূহ