বড্ড অবেলা যাচ্ছে
- ইমরান ইভান
(বইঃ ভাবনার শহর)
বড্ড অবেলা যাচ্ছে
বেলায়, বেলায় তো কিছুই হলোনা।
আশা ছিল কতকিছু হবে,
অর্থের সাথে কীর্তি
ঘর সাথে ঘরনী
উৎসব, প্রিয়জনের অভিবাদন,
আরও, আরও কত কী।
একবার এক উর্বশী এসেছিল প্রেমিকা হতে
বলল, 'এভাবে জীবন চলেনা।'
তারপর পথের বিপরীতে হেঁটে চলে গেল।
কেউ দাঁড়ায় না
না প্রেমিকা, না ক্যারিয়ার।
পিতামহী একবার ঠাট্টা করে বিয়ের কথা বলেছিল,
খুব লজ্জা পেয়েছিলাম।
এখন ভয় পাই।
আলু পটলের দাম বাড়ছে
পাকস্থলীর সাথে পাল্লা দিয়ে বাড়ছে উচ্চাভিলাষী ক্ষুধা।
ব্যাঙের মত জীবনের উপর
অন্য একটা জীবনের ভার কাঁধে তুলে নেয়া প্রগাঢ় কষ্টের।
সুরেশ বাবার ছাত্র।
তার কাছে গেলে ব্যবস্থা একটা হবেই।
কাগজপত্র দেখে সুরেশ বাবু বললেনঃ
'বুঝলে আজকাল শুধু সার্টিফিকেট দিয়ে চাকরি হয় না-
অন্যকিছু লাগে।'
বাবাকে অন্যকিছুর কথা বলিনি,
বলেছিলাম পরে জানাবে।
নড়বড়ে ঘরটায় শুয়ে স্বপ্ন দেখি
হতাশার চিৎকারে স্বপ্ন ভাঙ্গে।
আশাগুলো আওয়াজ তুলে উপহাসের
ঘুমেরা হারিয়ে যায় ভাবনার শহরে।
আজকাল আর দুশ্চিন্তা করি না, চিন্তা করি।
জীবনের ফিতাটা কতটুকুই-বা বাকি আছে
তারপরেই তো এপার থেকে ওপার।
তবু এক জীবনে মানুষ কত কিছু চায়।
0 মন্তব্যসমূহ