ইচ্ছেরা ধোঁকা দেয় ইচ্ছেমত
(বইঃ ভাবনার শহর)
- ইমরান ইভান
ইচ্ছেরা ধোঁকা দেয় ইচ্ছেমত
ক্ষতেরাও দিন দিন বাড়ায় ক্ষত।
কথারা কভু রাখেনি কথা
ব্যথারা এই ভেবে পায় যে ব্যথা।
পথ হারিয়ে যায় পথের বাঁকে
আশারা এখনো আশায় থাকে।
ফাঁকিরা দেয় ফাঁকি শুভঙ্করের
ঘর ঠিকানা খুঁজে অন্য ঘরের।
হাসিরা উড়ে যায় হাসি দিয়ে
কান্না আসে আরো কান্না নিয়ে।
ভাবনারা ভাবায় আরো ভাবনাকে
অপেক্ষা রাতদিন অপেক্ষায় থাকে।
হতাশায় মোড়া হতাশার চাদর
কষ্টের কাছে কষ্টেরা চায় আদর।
জীবন খুঁজে ফিরি জীবন দিয়ে
সময় যাচ্ছে চলে সময় নিয়ে।
কিন্তুর পরেও তো কিন্তু থাকে
স্বপ্নেরা তাই মনে স্বপ্ন আঁকে।
0 মন্তব্যসমূহ